কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে রয়েল এনফিল্ড শো-রুমের পরিচালকের গাড়ি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে রয়েল এনফিল্ড শো-রুমের পরিচালকের গাড়ি 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৮, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কুমারখালীর বাঁধবাজার এলাকায় গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত শনিবার ৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াই টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার রাস্তার পাশে খাদে পড়ে যায়। এই সময় দুর্ঘটনায় গাড়ির চালকসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। কুষ্টিয়ার কুমারখালী বাঁধবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন সানজিদ হাসান আদনান এয়ারফোর্সের চাকরিচ্যুত এবং কুষ্টিয়া রয়েল এনফিল্ড শো-রুমের পরিচালক ও তার গাড়ি চালক।

জানা যায়, মধ্যরাতে কুষ্টিয়া-কুমারখালী পান্টি সড়কে দ্রুত গতিতে চলমান একটি সুপার ক্রাউন প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সড়কের পাশে গাছে ধাক্কা মেরে খাদে পড়ে যায় । স্থানীয় সূত্রে জানা যায়, চালক মদ্যপান অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। আহতদের অবস্থা গুরুতর আহত চালক সানজিদ হাসান আদনানকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। কুষ্টিয়া কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, রাস্তায় মধ্যরাতে দ্রুত ও বেপরোয়া গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। চালকের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠায় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।