নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার বিভিন্ন স্পটে সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন ক্যাফে বাজার ক্যাফেটেরিয়া রেষ্টুরেন্ট। গতকাল রোববার (১২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া মজমপুর, পাচ রাস্তার মোড়, থানামোড়, বড় বাজার, চোড়হাস, কলেজ মোড় সহ বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা, স্কাউট, রোভার, বিএনসিসি সহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
ক্যাফে বাজার ক্যাফেটেরিয়ার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাবার তুলে দেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কীর রহমান রাব্বি। এসময় তিনি বলেন আমরা সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম আগামীতেও থাকবো, আপনারা জানেন গত আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের আমাদের পক্ষ থেকে যতটুক পারি আর্থিক সহায়তা প্রদান করেছি, এছাড়া আমাদের জেলাকে নতুন করে সাজাতে শিক্ষার্থী ও সর্বসাধারণের পাশে সব সময় থাকবো।
এ বিষয়ে ক্যাফে বাজার ক্যাফেটেরিয়ার মালিক ওয়াছিফ বারী চৌধুরী বলেন সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তাতে আমরা অনেক খুশি, শেখ হাসিনার পতনের পরেই সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তার প্রেক্ষিতে সাধারণ ছাত্র সমাজ সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের কাজ করছে তাই আমরা তাদের উপহার স্বরূপ খাবার বিতরণ করলাম, আমরা সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং থাকবো, এছাড়া কুষ্টিয়া শহর সৌন্দর্য বৃদ্ধি সহ যেকোন উন্নয়নমূলক কাজে আমরা সবার পাশে থাকতে চাই।
