কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে ছাতা ও পানির পট বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে ছাতা ও পানির পট বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৩, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় গ্লোবাল ট্যোবাকো লিঃ এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও পানির পট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (১২ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ মুক্ত মঞ্চে ৮০ জন শিক্ষার্থীদের মাঝে এই উপকরণগুলো তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, গ্লোবাল ট্যোবাকো লিঃ কুষ্টিয়ার জিএম মোঃ কাজী মনজুরুল ইসলাম। উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল ও অপারেশন এক্সিকিউটিভ মোঃ সাব্বির হোসেন, ইলেকট্রিক্যাল হেড অফ ডিপার্টমেন্ট মোঃ মনোয়ার কাউসার, হেড অফ সুপারভাইজার হাজীরা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় পুলিশের অনুপস্থিতিতে সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। শুধু তাই নয় সড়ক পরিষ্কার করা সাথে দেয়াল লিখন এই সব গুলোই দায়িত্বে পালন করছে শিক্ষার্থীরা। বর্তমানে নতুন ভাবে দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। কেও ট্রাফিকের দায়িত্ব পালন করছে কেও বা আবার শহরের বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা পরিস্কারে ব্যস্ত হয়ে উঠেছে। দেয়ালে দেয়ালে রং এর তুলিতে আঁকা সৃতিচারণ যা সৌন্দর্য বৃদ্ধি করছে। মুগ্ধ হয়ে অনেকে খাবার নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে কেউবা বিভিন্ন উপকরণ নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে ভালো কাজের মানবিক অংশীদার হতে।

এমনি ভাবে গ্লোবাল ট্যোবাকো লিঃ কুষ্টিয়ার জিএম মোঃ কাজী মনজুরুল ইসলাম বলেন, আমরা তাদের পক্ষে যারা দেশের জন্য নিবেদিত প্রাণ। বর্তমানে দেখছি সাধারণ শিক্ষার্থীরা সড়কে নানা কাজে দায়িত্ব পালন করছে বিষয়গুলো দেখে মুগ্ধ হয়ে তাদের পাশে এগিয়ে আসতে চেয়েছে গ্লোবাল ট্যোবাকো লিঃ কুষ্টিয়া। আমাদের দেয়া সামান্য উপকরণ তাদের কাজে উদ্বুদ্ধ করতে আরোও সহযোগিতা করবে এবং অন্যান্যরা এগিয়ে আসবে। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবানও করেন তিনি।