কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৭, ২০২৩
কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্রীড়া দেয় সুস্থ দেহ সুস্থ মন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ অক্টোবর শুক্রবার বিকেলে কে এস এম কলেজ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়,  এতে কুষ্টিয়া একাডেমিকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মিনাপাড়া জুনিয়র একাদশ।

কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী এম এ খালেক। এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শরীর চর্চা হয় তেমনি মনের চর্চা হয়। বর্তমানে যুব সমাজ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েছে তাই তাদের মাদক থেকে দূরে থাকতে বেশি বেশি খেলাধুলা করতে হবে। এছাড়া একটা খেলোয়াড় কে খেলোয়ার স্বরূপ আচরণ করতে হবে, যে যা কাজই করুক না কেন তার আচরণ তার কাজের মত হতে হবে। এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজনের সাথে সবসময়ই আমি আছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন। শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর আহবায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাহাজ্জল হোসেন এবং যুবলীগ নেতা নুরুল ইসলাম সুরুজের সার্বিক তত্ত্বাবধায়নে এসময় আরী উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা:আল মামুন, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আশারাফুল ইসলাম বাবুল,  কে এস কলেজ এন্ড স্কুলের পরিচালনা পরিষদের সদস্য সাইফুল ইসলাম হান্নান।

কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলার শুরুতেই মাঠের চারিপাশে দর্শকে ভরে যায়। টান টান উত্তেজনায় খেলা চলতে থাকে, প্রথমার্ধে মিনাপাড়া জুনিয়র একাদশ ১ গোলে লিড পায়,পরবর্তীতে পাল্টাপাল্টি একা দিয়ে আক্রমণ হলেও কোন দল জালে গোল জড়াতে পারিনি।শেষ পর্যন্ত মিনা পাড়া জুনিয়র একাদশ ১ গোলে জয়লাভ করে।

উল্লেখ্য পরাজিত দলকে ট্রফি ও একটি খাসি ছাগল এবং বিজয়ী দলকে ট্রফি এবং দুটি খাসি ছাগল পুরুষ্কার দেওয়া হয়।