কুষ্টিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয় ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ও বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা এবং সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থণার আয়োজন করা হয়।
