কুষ্টিয়ায় লুট হওয়া সরকারী মালামাল উদ্ধারে মাঠে যুবদল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় লুট হওয়া সরকারী মালামাল উদ্ধারে মাঠে যুবদল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১১, ২০২৪

নিজ সংবাদ ॥ স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর গত ৫ আগষ্ট থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় সরকারী প্রতিষ্ঠানে লুটাপাট হওয়া সরকারী মালামাল উদ্ধারে মাঠে নেমেছে যুবদল। কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান কামাল উদ্দিনের নেতৃত্বে গতকাল শনিবার (১০ আগস্ট) থানা পাড়া, চর থানা পাড়াসহ গড়াই নদীর তীরবর্তী এলাকায় যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষকে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া সরকারী মালামাল দ্রুত সময়ে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় উক্ত এলাকায় সাধারণ মানুষকে চলমান ভাঙ্গচুর, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানান যুবদলের নেতাকর্মীরা। চলমান সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে একটি চিহ্নিত গোষ্ঠী সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টির চেষ্টা করছে বলেও যুবদলের নেতাকর্মীরা দাবি করেন। এসময় যুবদলের নেতাকর্মীরা আরও বলেন, কোন বাড়িঘর, দোকানপাটে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটলে দ্রুত সেনাবাহিনীকে জানানোর পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও জনগণের পাশে আছেন বলেও এলাকবাসীকে আশ্বস্থ করেন।

যুবদলের নেতাকর্মীরা এসময় লুট হওয়া কিছু সরকারী মালামাল উদ্ধার করে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে পুলিশ সুপারের উপস্থিতিতে বুঝিয়ে দেন। এসময় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, যুবদলকর্মী রানা, আশিক চৌধুরী, সাইদ, সুমন, হানিসহ যুবদলের শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।