কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৪

র‌্যাব ১২ সিপিসি ১ কুষ্টিয়া র‌্যাবের অভিযানে গত বৃহঃবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়ী থানা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি রবিন হোসেন (৩৭) কে আটক করা হয়েছে। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের গোপাল মোল্লার ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভুক্তভোগীর তালাক হয়। এরপর তার সাথে রবিন হোসেনের পারিবারিক সুসম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর রবিন হোসেন ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দেখিয়ে তার সাথে বিভিন্ন সময় দৈহিক মেলামেশা করতেন। তাদের সম্পর্ক থাকা অবস্থায় ২০১৬ সালে রবিন হোসেন এর পরিবার তাকে অন্য মেয়ের সাথে বিবাহ দেয়। কিন্তু বিয়ের পরও ভুক্তভোগীর সাথে রবিনের প্রেমের সম্পর্ক চলতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ ২০২৩ তারিখ রবিন হোসেন ভুক্তভোগীকে বিয়ে করার প্রেলোভন দেখিয়ে তার সাথে দৈহিক মেলামেশা করার কারনে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরেও তাকে বিয়ে করার আশ্বাস দেখিয়ে রবিন হোসেন পালিয়ে ময়মনসিংহ চলে যায় এবং গত ০৩ নভেম্বর ২০২৩ তারিখে ভুক্তভোগী কন্যা সন্তান প্রসব করেন। রবিন কোন যোগাযোগ না করায় ভুক্তভোগী গত ০২ নভেম্বর ২০২৩ তারিখ কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার-৮। ঐ ঘটনাটি সেই সময় মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে পলাতক আসামিকে গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং তাকে ময়মনসিংহ থেকে আটক করে।