কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৪

র‌্যাবের অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা হতে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ৫ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পাকুড়িয়া গ্রামের জিন্নাত আলী শেখ’র ছেলে বজলুর রহমান (৩৩), মৃত ইয়ানুছ শেখ’র ছেলে বিদ্যুৎ শেখ (৪৫), মৃত মোনছার মন্ডল’র ছেলে আব্দুর রাজ্জাক (৩২), ফরিদ মন্ডল’র ছেলে শাহাজুল ইসলাম (৪১) এবং রবকুল শাহ’র ছেলে সাগর শাহ (২৩)।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়,  র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন (পিপিএম) এর দিক নির্দেশনায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খারিজাথাক গ্রামে”  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জব্দকৃত ১৬৯ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজার টাকা।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।