কুষ্টিয়ায় র্যাবের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানার মনিরুদ্দীন মনি হত্যা মামলার এজাহার নামীয় আসামি ইনামুল হক ইনা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। ইনামুল হক ইনা কুষ্টিয়া জেলার মিরপুর থানার হালসা গ্রামের মৃত আমদ আলী’র ছেলে।

র্যাব সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ২৩ তারিখ আনুমানিক রাত ৮.৩০ টায় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন হালসা গ্রামে দীর্ঘদিন যাবত ঘর নির্মান ও ঘরের জানালা তৈরী নিয়ে এবং পূর্ব শত্র“তার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে দুই পক্ষের মারামারিতে কুষ্টিয়া জেলার মিরপুর থানার হালসা গ্রামের মৃত রহিমের ছেলে মনিরুদ্দীন মনি (৬০) মৃতুবরণ করে। উক্ত ঘটনার নিহতের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৮, তারিখঃ ০৫/১২/২০২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় সিপিসি-১ কুষ্টিয়ার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি ২০২৪ তারিখ রাত ১০.১০টার সময় মেহেরপুর জেলার গাংনী থানাধীন বামুন্দী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি ইনামুল হক ইনা কে গ্রেফতার করা হয়।
