কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ২ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ২

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৪

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১৬০ পিস ইয়াবা সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে সাগর আলী (৩১) ও চরপাড়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে জাহিদ (২৪)।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ২

র‌্যাব সূত্রে জানা যায়, মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ১৭ জানুয়ারি রাত ১০টার সময় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চরপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার ৭শ টাকা সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।