নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ মোঃ আব্দুস সামাদ (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে জেলার দৌলতপুর থানার চর দিয়াড় গ্রামের মোঃ জামিরুল ইসলামের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (১ জানুয়ারী) রাত পৌনে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি আভিযানিক “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন টলটলি পাড়া গ্রামের মোঃ চঞ্চল এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৭৫ বোতল ফেনিসিডিল সহ মোঃ আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। ৭৫ বোতল ফেনিসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া মোঃ আব্দুস সামাদের নিকট থেকে একটি মোবাইল, একটি সিম এবং নগদ ২ হাজার ২ শত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত আসামির নামে একটি মাদক মামলা রয়েছে বলেও র্যাব সূত্রে জানানো হয়েছে।
