কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ কুখ্যাত দুই মাদক কারবারী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ কুখ্যাত দুই মাদক কারবারী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৯২ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর থানার শালগাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ শামীম হোসেন (৪০) এবং একই থানার মহেন্দ্রপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে মোঃ সানোয়ার (৩১)। র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার সময় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায়

‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা হইতে ঈশ্বরদীগামী লালন শাহ্ সেতুর ২০১ নং টোল প্লাজায় পাকা রাস্তার উপর” একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯২ বোতল ফেনসিডিল সহ আসামীদের গ্রেফতার করা হয়। এছাড়াও আসামীদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল, দুইটি মোবাইল সিম কার্ড ও নগদ ৫,৫০০/- টাকা জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের পাবনা সহ দেশের বিভিন্ন থানায় বিরুদ্ধে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজির মামলা আছে। এরমধ্যে শামীম হোসেনের বিরুদ্ধে ০৯টি মামলা ও সানোয়ারের বিরুদ্ধে ৩টি মামলা আছে।