নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জেল পলাতক আসামি মেহেদী হাসান মিঠুনকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-১২। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার মেহেদী হাসান মিঠুন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে।র্যাব কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্তুজা প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে পলাতক আসামি মিঠুনকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তার করা আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব আরও জানায়, ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার ভেঙ্গে যে ৯৮ জন কারাবন্দি পালিয়েছিল মিঠুন তাদের মধ্যের একজন ছিল। এর আগেও জেল পলাতক বেশ কয়েকজন আসামিদের গ্রেপ্তার করেছে র্যাব।
