কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে দাউদ কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে দাউদ কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২১, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মিরপুর থানাধীন নওদা শামুখিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দাউদ কবিরাজ (৭১) হত্যা মামলার প্রধান আসামী মোঃ ওহিদুল কবিরাজ (৬২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওহিদুল কবিরাজ কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা শামুখিয়া গ্রামের মৃত ইয়াসিন কবিরাজের ছেলে।র‌্যাব সূত্রে জানা যায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে মিরপুর উপজেলার নওদা শামুখিয়া গ্রামের মৃত ভিকু কবিরাজের ছেলে দাউদ কবিরাজ (৭১) নামের এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যাকরা হয়।

বুধবার (১৪ আগস্ট) ২০২৪ ইং সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দাউদ কবিরাজের ভাই এনামুল কবিরাজের সঙ্গে একই এলাকার ওহিদ কবিরাজের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে বুধবার সকাল ৭টার দিকে ওহাব গ্রুপের সঙ্গে এনামুল গ্রুপের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় দাউদকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে ওহাব ও তার লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহতের ছেলে আশরাফুল ইসলাম লিটু জানিয়েছিলেন, জমিজমা ও চলাচলের পথ নিয়ে আমার চাচা এনামুলের সঙ্গে প্রতিবেশী ওহাবের কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুই পক্ষের মারামারি হয়। এ সময় আমার আব্বাকে প্রতিপক্ষের লোকজন মারপিট করে হত্যা করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ওহাব ও এনামুল একই বংশের মানুষ। একে অপরের চাচাতো ভাই। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এনামুল গ্রুপের সঙ্গে ওহাব গ্রুপের মারামারি হয়েছে। এ সময় এলোপাথাড়ি মারপিট করে দাউদকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওহাব ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।

এদিকে এই হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে মোঃ ইমরান হোসেন বাদী হয়ে ১৫ আগস্ট ২০২৪ ইং মিরপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-০৬। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র‌্যাব-১, উত্তরার একটি যৌথ আভিযানিক দল গত শনিবার(১৯ অক্টোবর) ২০২৪ তারিখ ১৬:৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও ১ নং এজাহার নামীয় আসামি ওহিদুল কবিরাজকে ঢাকা উত্তরা পূর্ব থানাধীন ০৭ নং সেক্টর, ২৯ নং মেডিএইড ফার্মেসীর সামনে হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।