কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ৩‘শ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আজিজুল হাকিম (২৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া পৌরসভা বারখাদা এলাকার জানার সরদার ছেলে।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর দেড়টার সময় ‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন তালবাড়িয়া গ্রামে’’ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়, যাহার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।