কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া ০১টি গ্যাসগান উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া ০১টি গ্যাসগান উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া ০১টি গ্যাসগান উদ্ধার।  গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতিপয় দুষ্কৃতিকারী কুষ্টিয়া মডেল থানা আক্রমন করে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এসময় তারা থানা থেকে মূল্যবান জিনিসপত্র ও অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযানে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-১, কুষ্টিয়া।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেঁউরিয়া এলাকায় লালন শাহ মাজারের লালন দিঘীর পাড়ে” একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।