মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করছে কুষ্টিয়া র্যাব-১২।
গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে কুমারখালী উপজেলার দাবির মোল্লা গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শ্রী মিলন (৪৫) কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের গোপালপুর গ্রামের শ্রী নিরাঞ্জন কুমার সরকারের ছেলে। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব এর সূত্র থেকে জানা যায়, মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২ জুলাই রাত ৮ টা ৩০ মিনিটের সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন দবির মোল্লা গেইট এলাকা’’ হতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার জিআর নং-১৮৫/০৮ ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯(১) টেবিলের ১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শ্রী মিলন কে গ্রেফতার করা হয়। দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে খাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার এম আবুল কাশেম সবুজ। তিনি আরো বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্ফেতার পর কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
