কুষ্টিয়ায় রেলওয়ের সরকারী জমিতে আ. লীগ নেতার ঘর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় রেলওয়ের সরকারী জমিতে আ. লীগ নেতার ঘর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৩, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের মিলপাড়ায় বড় শ্মশান সংলগ্ন রেলওয়ের জমিতে নির্মিত একটি ঘর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল।

ঘরটি স্থানীয় আওয়ামী লীগ নেতারা নির্মাণ করছিলেন বলে দাবি এলাকাবাসীর। গতকাল শুক্রবার (১২ জুলাই) বিকেলে ঘরটি পরিদর্শন করেন ইউএনও পার্থ প্রতীম শীল। এসময় আশপাশে খুঁজেও ঘরের কোনো মালিককে পাননি তিনি। পরে সাথে থাকা সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার রিফাতুল ইসলামকে ঘরটি ভেঙে ফেলার নির্দেশ দেন।

এসময় আওয়ামী লীগ নেতা ফজলে করিম খোকার মোবাইল ফোনে কল করেন ইউএনও।এদিকে ঘরটির বিষয়ে ইউএনওর পরিদর্শনের আগেপরে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ফজলে করিম খোকা। তিনি বলেন, ঘরটি নির্মাণে রেলওয়ের কোনো অনুমতি নেই।

আগে থেকেই ওই ঘরটি ছিলো। সেই মাপ অনুযায়ী ঠিক করা হচ্ছে। তবে ওই ঘরের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।তবে ঘর নির্মাণের অভিযোগ স্বীকার করেছেন কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনি খান। তিনি বলেন, জমিটি সরকারের হলেও ট্যাক্স-ভ্যাট দিয়ে আইন অনুযায়ী ঘর নির্মাণ করা হয়েছে। জমির মালিক রেলওয়ে। ইউএনও ১৪ জুলাই (রবিবার) আরেকবার পরিদর্শন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ওই ঘরটির কোনো মালিককে খুঁজে পাইনি। জমিটা যেহেতু রেলওয়ের, তাই শিগগিরই ঘরটি ভেঙে জমি পুনরুদ্ধারের ব্যবস্থা করা হবে।