কুষ্টিয়ায় রুপসী বাংলা আর্ট স্কুল: চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় রুপসী বাংলা আর্ট স্কুল: চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের চৌড়হাস রুপসী বাংলা আর্ট স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিশুদের সৃজনশীলতাকে উৎসাহ দিতে আয়োজিত এই প্রতিযোগিতায় পরিবেশ, মুক্তিযুদ্ধ, গ্রামবাংলা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ এই চারটি থিমে চিত্র আঁকে অংশগ্রহণকারীরা। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে রুপসী বাংলা আর্ট স্কুল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেয়া রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার সাইদুল বারী টুটুল।

রুপসী বাংলা আর্ট স্কুলের পরিচালক শেখ সাদির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল কাউসার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়ার কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ, বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার মিয়া, বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ প্রমুখ।  পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিশুদের মন-মানস গঠনে শিল্পচর্চা অপরিহার্য। এমন আয়োজন তাদের মেধা ও কল্পনার জগৎকে আরও সমৃদ্ধ করে।”

চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শিশুদের জন্য এক প্রাণবন্ত অভিজ্ঞতা ছিল, যা তাদের শৈল্পিক চিন্তাকে আরও উৎসাহিত করবে। একজন শুদ্ধ মানুষ হতে গেলে শিল্প বিকাশের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা।  অভিভাবক ও শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পড়াশোনার বাইরেও তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।