নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বেলা ৩টার সময় কুষ্টিয়া শহরের এলজিইডি অফিসের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে এই শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, উইংম্যান রয়েল এনফিল্ড কুষ্টিয়ার চেয়ারম্যান হাসান আবুল ফজল সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসকীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ভাই তাশফীন আহমেদ, উইংম্যান-রয়েল এনফিল্ড কুষ্টিয়ার এমডি এস. এম. মুসফেকুর সালেহীন। এসময় ইফাদ গ্রুপ, শোরুমের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে শোরুেেম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর কাটা হয় কেক। উদ্বোধনী দিনে কুষ্টিয়ার এই রয়েল এনফিল্ড অথরাইজ ডিলার উইংম্যানে ৫টি মোটরসাইকেল বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন শোরুম কর্তৃপক্ষ।
