কুষ্টিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৪, ২০২৪

নিজ সংবাদ ॥ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দোয়া মাহফিল ও এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে মধ্যাহৃভোজ। গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুরে এ কর্মসূচী পালন করা হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের সেক্রেটারী দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু জুবায়েদ রিপনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উলামায়েকেরাম ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ২০২০ সালের এই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন।

দিনটিকে ঘিরে নানা আয়োজন করেছে দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপ। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম ছিলেন একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। স্বাধীন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের আলোচিত ও উজ্জ্বল মুখ তিনি। ১৯৭৪ সালে তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন।

এরপর সব বাধা উপেক্ষা করে এগিয়ে যান শিল্প খাতের এই আপসহীন উদ্যোক্তা। মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।