কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় পালিত হবে মহান একুশে ফেব্রুয়ারি: ডিসি তৌফিকুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় পালিত হবে মহান একুশে ফেব্রুয়ারি: ডিসি তৌফিকুর রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৪, ২০২৫
কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় পালিত হবে মহান একুশে ফেব্রুয়ারি: ডিসি তৌফিকুর রহমান

রঞ্জুউর রহমান ॥ গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি ) সকাল দশটা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা) মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন,

জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহাপরিদর্শক ফরহাদ ওহাব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল মুন্সিখানা, শিক্ষা শাখা, গোপনীয় শাখা, স্থানীয় সরকার এবং প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা) মোঃ মহসীন উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা, রেকর্ড রুম শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা) আদিত্য পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ই-সেবা কেন্দ্র ও জেনারেল সার্টিফিকেট শাখা, মুমতাহিনা পৃথুলা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি ও স্ট্যাম্প শাখা, আইসিটি শাখা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা) মোঃ তাফসীরুল হক মুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান এবং এবং পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত, মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান এর মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হবে। শ্রদ্ধাঞ্জলি জানানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে নিয়ম মেনে শহিদ মিনারে ফুল দিতে পারবেন। সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দেয়া হয়।