কুষ্টিয়ায় মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য আটক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ বিজিবির মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৩ লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মেহেরপুর টু কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের মাধ্যমে বিপুল পরিমান মাদক পাচারের তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) আনুমানিক বিকাল ৬ টায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল কর্তৃক আমলা বাজার ব্রিজ নামক স্থানে এইচ আর এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ ৩২ হাজার ৫০০ (উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা)। অপরদিকে, গত ৫ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪২/৬-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা মাঠ নামক স্থান হতে বিওপির একটি চৌকস টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১০ বোতল এবং সিনডিনাফিল ট্যাবলেট ১ হাজার ৪৪০ পিস আটক করতে সক্ষম হয়।

যার আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৪৭ হাজার (চার লক্ষ সাতচল্লিশ হাজার) টাকা। বিজিবি জানায়, আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজারমূল্য ৩৩ লক্ষ ৭৯ হাজার ৫০০ (তেত্রিশ লক্ষ ঊনআশি হাজার পাঁচশত) টাকা। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।