নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারি আটক। গতকাল রবিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় দিকে কুষ্টিয়ার দৌলতপুরের শফি মিস্ত্রি এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক মাদক চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটককৃত মাদক চোরাকারবারি হলেন কুষ্টিয়ার দৌলতপুরের সাহেব বাজার কান্দিরপাড়া এলাকার মৃত সেন্টু বিশ্বাসের ছেলে মোঃ সুজন হোসেন (২৩)।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশে আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্ব ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মাহবুবুর রহমার অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়া’র নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ তুষার রায়হান সহ-সঙ্গীয় ফোর্স দৌলতপুর গ্রামস্ত সেন্ট্রাল কবরস্থান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সংক্রান্তে দৌলতপুর থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
