কুষ্টিয়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৪

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য  ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুকুমার রায়(৫০) গ্রেফতার করা হয়েছে। সুকুমার রায় কুষ্টিয়া সদর থানার কবুর হাট এলাকার মৃত লক্ষণ রায়ের ছেলে।

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,  বুধবার (২৪ জানুয়ারি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ এর উপস্থিতিতে, এবং কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক” সার্কেল এর পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে, কুষ্টিয়া সদর থানার কবুর হাট এলাকায় সুকুমার রায় কে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য  ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতেনাতে প্রেফতার করা হয়। পরবর্তীতে সুকুমার রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয।