কুষ্টিয়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার
২১ অক্টোবর ২০২৩ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল এর পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নির্দেশনায় বিভাগীয় টিমকে সাথে নিয়ে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার
গোলাপ শেখ (৩৩) কে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাহার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কুমারখালী থানায় সোপর্দ করলে গোলাপ শেখের নামে একটি নিয়মিত মামলার রুজু করা হয় মামলা নং ১৭।
দ্বিতীয় আসামি শামসুল আলম বাবুর ছেলে সুমন (৪০) কে মাদক সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও পাবনা সদর উপজেলার মৃত কুদ্দুস আলীর ছেলে জিয়াউর রহমান (৫০) কে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
