কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও অবৈধ নকল বিড়িসহ আটক ১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও অবৈধ নকল বিড়িসহ আটক ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ বিজিবির মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে ১ জন আসামীসহ ১১ লক্ষ ১ হাজার ৫১০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থান হতে নম্বর-৭২৮৯৬ নায়েক মোঃ মনির হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মো-শান্ত ইসলাম (২২)কে ৬ কেজি গাজা এবং নগদ ৪১০ টাকাসহ আটক করতে সক্ষম হয়।

যার আনুমানিক সিজার মূল্য-২১ হাজার ৪১০টাকা। সে মেহেরপুর জেলার তেতুলবাড়ি এলাকার মোঃ জাহিদুল ইসলাম’র ছেলে। অপরদিকে দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলাধীন মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৬০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-১০ লক্ষ ৭৮ হাজার টাকা।

অন্যদিকে পৌনে ৮ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/১২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠ নামক স্থান হতে নায়েব সুবেদার মোঃ আতিউর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০.৬০০ কেজি গাজা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-২ হাজার ১০০টাকা। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজারমূল্য-১১ লক্ষ ১ হাজার ৫১০টাকা।

আসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও নগদ টাকা গাংনী থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।