কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আগামীতে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে ক্রীড়া র্যালী
স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আগামীতে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে ক্রীড়া র্যালী অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আগামীতে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে ক্রীড়া র্যালী
বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) সকাল ১১টায় কুষ্টিয়া বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার ব্যবস্থাপনায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম থেকে র্যালীটি বের হয়। এ সময় র্যালীটি কুষ্টিয়ার প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার শেখ কামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালীটি উদ্ধোধন করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ এহেতেশাম রেজা। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
