কুষ্টিয়ায় ভূমি অফিসে জমির নামখারিজ বন্ধ ২ মাস - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ভূমি অফিসে জমির নামখারিজ বন্ধ ২ মাস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৪

আমিন হাসান ॥ কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিসে গত ২ মাস আগে  সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) বদলি হলেও এখনো পর্যন্ত নতুন কেউ যোগদান না করায়  চরম ভোগান্তিতে রয়েছেন সেবা গ্রহিতারা। সূত্রমতে, চলতি বছরের ফেব্র“য়ারি মাসের ১ তারিখে  কুষ্টিয়া সদর উপজেলা এসিল্যান্ড দবির উদ্দিন   বদলি হয়ে যান। দুই মাস অতিবাহিত হলেও কোনো কর্মকর্তা যোগদান করেননি। ফলে  প্রতিদিন শত শত সাধারণ গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, এসিল্যান্ডের কার্যালয়ে তালা। বাইরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গ্রাহক দাঁড়িয়ে রয়েছেন। কেউ কেউ ১ মাসেরও বেশি সময় ধরে ঘোরাফেরা করছেন। সদর উপজেলার হরিপুর ইউনিয়নের কান্তিনগর বোয়ালরা গ্রামের একজন গ্রাহক বলেন,  নাম খারিজ করার জন্য  প্রায় দুই মাস যাবত  ভূমি অফিসে  ঘোরাঘুরি করছি কোনো কাজ হচ্ছে না। আর কতদিন ঘোরাঘুরি করলে আমি আমার জমির নাম খারিজ সম্পন্ন করতে পারবো জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, সম্পত্তির খাজনা দেওয়ার জন্য ২৫ দিন  আগে ভূমি অফিসে সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। প্রায় ৭ দিন চলছে আমার খাজনা নেওয়া হয়নি । পরে জানতে পারি প্রায় দুই মাস এখানে কর্মকর্তা নেই। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল মুঠোফোনে বলেন, সদর উপজেলা ভূমি অফিসারের আসার অর্ডার হয়েছে। বর্তমানে নতুন ভূমি অফিসার যেখান থেকে আসবেন সেখানে উপজেলা পরিষদ নির্বাচন চলছে ৮ তারিখের পর রিলিজ পেলে হয়তো যোগদান করবেন কুষ্টিয়ায়।