কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও অবৈধ মালামাল উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও অবৈধ মালামাল উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১২, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় অভিযানে চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৮৯ হাজার ৮৭৫ টাকা। গতকাল রোববার (১১ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার (১১ জানুয়ারি) আনুমানিক রাত ৪টা ৪০ মিনিটের সয়ম জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ কান্দিরপাড় এলাকা থেকে ভারতীয় ৪ কেজি গাঁজা এবং একইদিন রাত ৪টার সময় কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকা থেকে ভারতীয় ৩১ হাজার পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৭ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার (১০ জানুয়ারি) আনুমানিক সকাল ১১টার সময় প্রাগপুর গড়ুরা মাঝপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৬ বোতল ফেন্সিডিল এবং একইদিন বিকেল ৫টা ৩০ মিনিটের সময় কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকা থেকে ভারতীয় ১৭০ কেজি পিয়াজ এবং ১০০ কেজি ডেপ সার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫১ হাজার ৪০০ টাকা। এছাড়াও শনিবার (১০ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টার সময় বিলগাথুয়া মাঠ এলাকা থেকে ভারতীয় ৫৩কেজি ৫০০ গ্রাম গামাক্সিন পাউডার এবং ১২ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৯ হাজার ৭৫ টাকা।

এদিকে মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা এবং চোরাচালানী মালামাল কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।