নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান শাহাপাড়ায় আপন ভায়ের মেয়ে জান্নাতুল ফেরদৌস (০৭) কে হত্যার দায়ে ফুফু জহুরা খাতুন (২৭) কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। আজ বিকালের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনা শেষে আসামীকে কঠোর পাহারায় জেলাকারাগারে প্রেরণ করেন পুলিশ। সাজাপ্রাপ্ত হলেন মিরপুর উপজেলার মশান এলাকার আনিরুল ইসলামের স্ত্রী। আদালতের মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ১১ আগষ্টে বিকালের দিকে নিহত জান্নাতুল ফেরদৌস বাড়ী থেকে ফুফুর বাড়ীতে খেলা করার উদ্দেশ্যে বের হয়। পরে আর বাড়ীতে ফিরে আসে নাই। রাত ৯ টার দিকে ভগ্নিপতি আনিরুল ইসলামের বসত বাড়ীর দক্ষিণ পাশে^ ক্যানেলের দক্ষিণপাড়ের উপর জান্নাতুল ফেরদৌসের জবাইকৃত মরদেহ দেখে পুলিশ খরব দেয় স্থানীয়রা। এ ঘটনার নিহতের পিতা জাহিদুল ইসলাম মিরপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) দিপংকর দাস তদন্ত শেষ করে ২০২২ সালের ১০ অক্টোবরে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন। দীর্ঘ সময়ে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।
