নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অপরাধে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার(২১ নভেম্বর ) সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চারমাইল এলাকার মোশাররফ ষ্টোরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারের অন্যান্য দোকান মালিককে সতর্ক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ‘বাজারে ৪৮টাকা দরে প্রতি হালি ডিম বিক্রি হলেও বটতৈল চারমাইল এলাকায় মোশাররফ ষ্টোরে ৫৫টাকা হালি ডিম বিক্রি হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধে ওই মুদি দোকান মালিককে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কোনও তথ্য পেলে আমাদের জানাবেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’ এসময় অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
