রাজু আহমেদ ॥ কুষ্টিয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( খ) সার্কেলের পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমার নেতৃত্বে এবং
বিভাগীয় টিমকে সাথে নিয়ে, একটি রেইডিং পার্টি গঠন করে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,
কুষ্টিয়া জেলা দৌলতপুর থানাধীন ১৪ নং আড়িয়া ইউনিয়নের, বড়গাংদিয়া, ঈদগাহ পাড়া এলাকার, মৃত হান্নানের কন্যা নাজমা খাতুন( ৬২) বাড়ি ঘেরাও করে তল্লাশী চালিয়ে, নিজ দখলীয় বসত বাড়ির আলমারির মধ্যে বিক্রের জন্য রাখা
মাদক দ্রব্য, ২৫০ গ্রাম গাঁজাও ১ তলার সাদের উপর, সিমেন্টের টবের ভিতর, রোপন কৃত ১১টি তরতাজা গাঁজার গাছ পাওয়া গেলে, নাজমা কে গ্রেফতার করেন,
এবং আলামত সহ আসামী কে দৌলতপুর, থানায় হাজির করলে, তাহার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে। মামলা নং১৪।
