কুষ্টিয়ায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ একজন আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ  একজন আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ ইজাজ উদ্দিন (৫৫) কে আটক করা হয়েছে। সে ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারপাড়া এলাকার মৃত আমজাদ প্রামানিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৬ নভেম্বর) কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) আব্দুল খালেকের দিক নির্দেশনায় ভেড়ামারা থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে দুই লাখ ৮৮ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ ইজাজ উদ্দিনকে আটক করে। আটক ইজাজ উদ্দিনের বিরুদ্ধে শুক্রবার (১৫ নভেম্বর) ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ২৫এ(বি) ধারায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে। ভেড়ামারা থানার মামলা নং-১২।