প্রেস বিজ্ঞপ্তি ॥ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৬ আগস্ট) আনুমানিক বেলা সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তপিলার ১৫৩/৭-এস এর নিকট দিয়ে ভারত হতে চোরাই মালামাল আসার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে ০৬ সদস্যের বিজিবি টহল দল পাকুড়িয়া মাঠ নামক স্থানে ২টি ভাগে বিভক্ত হয়ে একটি দল মরিচক্ষেতে এবং অপর দল পাটক্ষেতে ওৎপেতে থাকে।
পরবর্তীতে আনুমানিক বিকাল ৪ টার দিকে ভারত হতে অজ্ঞাতনামা ০৮ জন ব্যক্তি মাথায় করে ০১টি প্লাষ্টিকের বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে ভয়ে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও তৎক্ষনাৎ বিজিবি টহল দল দ্রুত দৌড়ে গিয়েমোঃ তামিম (২৪) কে আটক করে। আটককৃত তামিম দৌলতপুর থানার, মহিষকুন্ডি উপজেলার, জামালপুর গ্রামের মোঃ মিলন হোসেন’র ছেলে। তামিম এর মাথায় থাকা প্লাষ্টিকের বস্তাসহ তাকে আটক করে এবং সঙ্গীয় অন্যান্য ০৭ জন চোরাকারবারী দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির নিকট হতে পাওয়া প্লাষ্টিকের বস্তাটি উপস্থিত জনসাধারণের সম্মুখে তল্লাশী করে বস্তার ভিতর হতে ০৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে দৌলতপুর থানায় মামলা রুজুকরত, আসামীসহ চোরাচালানী মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।
