কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৫, ২০২৪

নিজ সংবাদ ॥ ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কুষ্টিয়ায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্র কর্মসূচি অংশ হিসেবে, গতকাল বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে শহরের মজমপুর, ত্রিমোহনীসহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে কিছুক্ষণ অবস্থান করে বিকেলে ৩ ঘটিকায় কর্মসূচি শেষ করে।

এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শেখ হাসিনার পতনের পর জেলার বিভিন্ন স্থানে কিছু বিশৃংখল ঘটনা ঘটছে, এতে বিএনপির নেতৃবৃন্দের নাম জড়ানো হচ্ছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীরা সুশৃংখল এবং ঐক্যবদ্ধ থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানায়। এছাড়াও তিনি খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।