কুষ্টিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসএম ইমরান নাজির (১৬) নামে এক কিশোরকে হত্যার দায়ে তারই বন্ধু ইমন ওরফে ঝুনু (২৩) নামে এক কিশোরকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলের দিকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক হাবিবুর বাশার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর তাকে জেলা কারাগারে প্রেরণ করেন পুলিশ। সাজাপ্রাপ্ত হলেন কুষ্টিয়া সদর উপজেলার জগত গবরপাড়া গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা যায় ২০১৫ সালে ০২ মার্চ বিকেলের দিকে জগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রিকেট খেলা করতে যায় নিহত এসএম ইমরান নাজির সহ অনেকে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নিহত এসএম ইমরান নাজির সাথে অভিযুক্ত ইমন ওরফে ঝুনুর কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে অভিযুক্ত ইমন ওরফে ঝুনুর ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ভাবে জখম হয় নাজির। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পিতা হিটু শেখ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এস আই ওবাইদুর রহমান তদন্তের শেষ করে ২০১৬ সালের ১৪ জানুয়ারী আদালতে ছয়জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জসীট দাখিল করেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষনা করেন।
