কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৪, ২০২৪

আমিন হাসান ॥ জাতীয় শিশু দিবস যদিও এই দিনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হিসেবেই বাঙালি জাতির কাছে বেশি সুপরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়েছে। গতকাল ২৩ শে মার্চ শনিবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া শহরের তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত উপজেলা মডেল মসজিদে কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মধ্য দিয়ে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানটি শেষ করা হয়েছে।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি : আতাউর রহমান আতা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুষ্টিয়া সদর ও সাধারণ সম্পাদক, শহর আওয়ামীলীগ, কুষ্টিয়া। : বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আঃ জলিল, কুষ্টিয়ায় ১ম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী, কুঠিপাড়া। মোঃ হেলালুজ্জামান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন অতিথি: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রাজ্জাক, কুঠিপাড়া। হাফেজ মোঃ আঃ করিম, অধ্যক্ষ, আফসার উদ্দীন গার্লস ফাযিল (ডিগ্রী) মাদরাসা। সভাপতি কামরুল হাসান (নাহিদ), বঙ্গবন্ধুর বাংলাদেশ সংগঠন, কুষ্টিয়া। সার্বিক ব্যবস্থাপনায়ক মোঃ রুহুল আমিন (মুরাদ), সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর বাংলাদেশ সংগঠন, কুষ্টিয়া এবং এছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ  সাংবাদিকবৃন্দরা।