কুষ্টিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৯, ২০২৪

নিজ সংবাদ ॥ প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপজেলা প্রাণিসম্পদ চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন মন্ডল। উদ্বোধনের আগে অতিথিবৃন্দ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।