নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নজরুল ইসলাম মানিক ওরফে গালকাটা মানিক বাহিনীর বিরুদ্ধে। কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত আকবার মালিথার তার ছেলে সোহানুর রহমান লিংকন কুষ্টিয়া মডেল থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছে। নজরুল ইসলাম মানিক ওরফে গালকাটা মানিক কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত বিষ্ণুর ছেলে।দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৩ অক্টোবর ২৪ তারিখ বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার সময় কুষ্টিয়া মডেল থানাধীন পরিমল টাওয়ারের সামনে সোহানুর রহমান লিংকনের ব্যবসা প্রতিষ্ঠানে বিবাদীরা এসে অস্ত্রের মুখে চাঁদা দাবি করে।
এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসায় প্রতিষ্ঠানে থাকায় নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় নজরুল ইসলাম মানিক ওরফে গাল কাটা মানিক। এই ঘটনা জানাজানি হলে তাকে প্রাণে হত্যা করার হুমকি দিয়ে যান মানিক বাহিনী। এ বিষয়ে সোহানুর রহমান লিংকন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় নজরুল ইসলাম মানিক তার স্ত্রী বেলী খাতুন সহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।এদিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে ব্যবসায়ী কামরান একই ধরণের আরেকটি অভিযোগ দায়ের করেন মানিকের বিরুদ্ধে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখে কুষ্টিয়া মডেল থানাধীন চর কুঠিপাড়াস্থ ডাক বাংলো বাড়িতে নজরুল ইসলাম মানিক বাহিনী তাকে ডেকে পাঠান। সেসময় তারা অস্ত্র দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন করে তাকে এবং মানিকের হাতে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়ে। পরে তাকে এলো পাতারি মারপিট করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা চাঁদা আদায় করেন নজরুল ইসলাম মানিক ওরফে গালকাটা মানিক ও তার বাহিনীর লোকজন। এ বিষয়ে ব্যবসায়ী কামরান কুষ্টিয়া মডেল থানায় নজরুল ইসলাম মানিক ওরফে গালকাটা মানিক ও তার স্ত্রী বেলী খাতুন সহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
