নিজ সংবাদ ॥ শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে কুষ্টিয়া ও মেহেরপুরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) বিকালে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়ার ৪৭ বিজিবির অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর উপজেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
এসব এলাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য টহল দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, এ ছাড়াও বিজিবি টহল দলের কমান্ডাররা পূজামণ্ডপে উপস্থিত থেকে পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা পরিচালনা করছেন। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, বিজিবি সার্বক্ষণিক সহযোগিতায় পাশে রয়েছে। বিষয়টি মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে। বিজিবির যেকোনও সহযোগিতা পেতে সর্বসাধারণের জন্য স্থানীয় টেলিভিশন চ্যানেলের মাধ্যমে কর্তৃপক্ষের মোবাইল নম্বর প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, কুষ্টিয়ায় এবার ২৩০টি মন্দিরে দুর্গোৎসব হচ্ছে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৭২টি, কুমারখালী উপজেলায় ৫৫টি, খোকসা উপজেলায় ৬২টি, মিরপুর উপজেলায় ২৬টি, ভেড়ামারা উপজেলায় ৮টি ও দৌলতপুর উপজেলার ৭টি মন্দিরে পূজা হচ্ছে।
