নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মডেল থানা ও কুমারখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (২৬ অক্টোবর) কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা (ত্রিমোহনী চক্ষু হাসপাতালের পাশে) গ্রামের মৃত ইসলাম হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (৩২), বাড়াদী ভাগাডের মোড় এলকার মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ রিপু আহমেদ রিপন (৩৩), নয়ন মোল্লা এবং আনচা। জেলা পুলিশ সূত্রে জানা যায়, মোঃ ইব্রাহিম হোসেন ও মোঃ রিপু আহমেদ রিপন ২১৮/২২ নং জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। এছাড়াও কুমারখালীর বাঁধবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে গ্রেফতারকৃত নয়ন মোল্লা ৮৯০/২৩ জিআর আসামি এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত আসামি।
