মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারার বাহিরচর, বহলবাড়ীয়া, বারুইপাড়া ও তালবাড়ীয়া ইউনিয়ন এলাকায় পদ্মা নদীর ভাঙন থেকে নিজেদের বসতি রক্ষার দাবীতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে সাহেবনগর নদী ভাঙ্গণ প্রতিরোধ কমিটি। গতকাল শনিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর নদী ভাঙন প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উজ্জ্বল মন্ডলের সঞ্চালনায় সাহেবনগর নদী ভাঙ্গণ প্রতিরোধ কমিটির আহবায়ক মো. মেহেদী হাসান অপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সমন্বায়ক তৌকির আহমেদ, সাহেবনগর নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. মহিদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, আমাদের এলাকার উত্তর দিকে প্রমত্ত পদ্মা নদীর অবস্থান। বিগত তিন বছর যাবত নদী গর্ভে এলাকাবাসীর হাজার হাজার একর আবাদী জমি বিলীন হয়ে গেছে। যেকোন সময় এই এলাকার বসত বাড়ি পদ্মা নদীর আগ্রাসী ভাঙনে বিলীন হয়ে যাওয়ার আশংকার কথা তুলে ধরেন। পদ্মা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানান তারা। এসময় তারা তাদের দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলনের গড়ে তোলার কথাও জানান। এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে এলাকার তিন শতাধিক নারী পুরুষসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
