কুষ্টিয়ায় পদবঞ্চিত বিএনপি নেতাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পদবঞ্চিত বিএনপি নেতাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ত্যাগী, পরীক্ষিত ও পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের এনএস রোডে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিলি করা হয়েছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার সময় উক্ত প্রচার পত্র বিতরণ করা হয়। ঘণ্টা ব্যাপী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে লিফলেট বিতরণ শেষ হয়। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, আল্লাহ যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতায় আনেন তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন।

আমাদের জাতির জন্য ভবিষৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে, আর কেউ কখনও কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, আব্দুর রাজ্জাক, সাবেক ১নং সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুববিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, বিএনপি নেতা জালাল উদ্দিন মোল্লা, জেলা জাসাস এর সভাপতি ইমরান হাসান সঞ্জু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমদ সাবাব, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সিনিয়র সাংবাদিক মাহফুজ্জামান তিতাস সহ নেতৃবৃন্দ।