কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের পরিদর্শক, মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে এবং বিভাগীয় টিমকে সাথে নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়া থানাপাড়ার মৃত উকিল উদ্দিনের ছেলে রিকো (৩৩) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) অপর আসামি কোটপাড়ার মৃত আলাউদ্দিন শেখের ছেলে মুন্না (৪৬) কে একই অপরাধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
