কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ছাত্রদলের দুই নেতা আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ছাত্রদলের দুই নেতা আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৩
কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ছাত্রদলের দুই নেতা আটক

কুষ্টিয়া সদর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস হাইওয়ে থানার কাছে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাসে আগুন লাগে। আগুনে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে।

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ছাত্রদলের দুই নেতা আটক

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ছাত্রদলের দুই নেতা আটক

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ছাত্রদলের দুই নেতা আটক

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে হানিফ পরিবহনের এ বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বালিয়াপাড়া বাজারের কাছাকাছি মহাসড়কে দাঁড়ানো ছিল বাসটি। এ সময় বাসে আগুন লাগে। এতে বাসের ভেতরের সিট আগুনে পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

পরবর্তীতে বাসে আগুন দেয়ার ঘটনায় দুই ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়কে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে বাসে আগুন দেয়া বাকী সন্ত্রাসীদের নাম জেনেছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনি তা প্রকাশ করা হচ্ছে না।

হাইওয়ের থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় নাশকতার মামলা করছেন হাইওয়ে পুলিশের এএসআই তরিকুল। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আটককৃতরা জানিয়েছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির সরকারের নির্দেশে বাসে আগুন দেয়া হয়। বাসে আগুন দিতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুলই ছাত্রদলের হৃদয়সহ বাকিদের জড়ো করে। এ ঘটনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির সরকারের বক্তব্য জানা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।