সংবাদ বিজ্ঞপ্তি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খোকসা উপজেলা নির্বাহী অফিসারের নিকট হতে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট হতে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমিনুল ইসলাম এবং মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট হতে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা ও স্ব স্ব উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে খোকসায় উপস্থিত ছিলেন আইএবি খোকসা উপজেলার সহ-সভাপতি আলহাজ্ব শাজাহান আলী, কুমারখালী উপজেলার সভাপতি ডাক্তার গোলাম সারোয়ার, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান। মিরপুরে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, দৌলতপুর উপজেলার সহ-সভাপতি হেলাল উদ্দিন, মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি মুফতি আসলাম উদ্দিন প্রমুখ। এসময় প্রার্থীরা বলেন, “বিপ্লব পরবর্তী ইসলামী গণজোয়ারে হাতপাখা হবে সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। “এবার ভোটের মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।” সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখা প্রতীক বিজয়ের মুখ দেখবে।
