কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ ৩ মাদক চোরাকারবারি আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ ৩ মাদক চোরাকারবারি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের অভিযানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এএসআই কামরুল ইসলাম, এএসআই আ,মতিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল রবিবার (১৯ জানুয়ারি) সোয়া ১ টার দিকে কুষ্টিয়া পৌর এলাকাধীন মজমপুর মফিজ উদ্দিন বিশ্বাস লেন থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে তিন চোরাকারবারিকে ভারতীয় ফেনন্সিডিলসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা চিহ্নিত মাদক চোরাকারবারি। গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিরা হলেন চুয়াডাঙ্গা জীবননগরের মৃত হাতেম আলী ছেলে নিয়ামত আলী (৫০), মৃত নাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়ন আহমেদ (২১), মোঃ হামজাদ এর ছেলে সুজন (২১) উভয় মাদক চোরাকারবারিরা চুয়াডাঙ্গার জীবননগর এলাকার বাসিন্দা। আরো জানা যায়, তাদের বিরুদ্ধে মডেল থানায় নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।