কুষ্টিয়ায় ঠান্ডাজনিত রোগ ও ডাইরিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ঠান্ডাজনিত রোগ ও ডাইরিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৮, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ শীতের শুরুতেই হটাৎ করেই কুষ্টিয়ায় ঠান্ডাজনিত রোগ ও ডাইরিয়ায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে তিন শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। এখনও ভর্তি আছে প্রায় ১শর অধিক। অবাসন নেই, সময়মত চিকিৎসক পাওয়া যায় না, ডাকলে নার্সরা আসে না। নেই স্যানিটেশন ব্যবস্থা। এমন নানা অভিযোগ হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু রোগীর অভিভাবকদের। জ্বর-সর্দি-কাশিসহ ঠান্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত এক সপ্তাহে এখানে শ্বাসকষ্ট ও ডাইরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৫শ রোগী চিকিৎসা নিয়েছে।

এখনও ভর্তি আছে২শ’র অধিক। ওয়ার্ডের ভেতর জায়গা কম। চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতের দাবী রোগীর অভিভাবকদের। শীতের শুরুতে এবং শেষে এমন ব্রংকলাইটিস বা ঠান্ডাজনিত রোগ দেখা দেয় শিশু রোগীদের। সাধ্য অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসায় কোন ঘাটতি নেই। দাবী সুস্থ্য হয়ে বাড়ীতে গেলে আবার ফিরে আসছে হাসপাতালে। মেডিকেল কলেজে শিশু ওয়ার্ড খোলায় এখন এখানকার চাপ কিছুটা কমেছে বলে জানালেন হাসপাতালের আর এম ও। প্রতিবছর শীতের শুরুতে এবং শেষে কুষ্টিয়াসহ সারাদেশে ঠান্ডাজনিত রোগ ও ডাইরিয়ায় আক্রান্ত হয় কয়েক হাজার শিশু। কিন্তু সে অনুপাতে সরকারীভাবে চিকিৎসা ব্যবস্থা নেই। এতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। আবার কেউ জন্মের পর এসব রোগে আক্রান্ত হয়ে আজীবন বহন করে। তাই এ সময়ে দ্রুত সরকারী হাসপাতালে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরী বলে মনে করেন এখানকার সচেতন মহল।