কুষ্টিয়ায় ট্রাক হেল্পারের ঝুলন্ত লাশ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্রাক হেল্পারের ঝুলন্ত লাশ উদ্ধার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৪, ২০২৫

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ার স্টোরস্ বাইপাস ফিলিং স্টেশনে পার্কিং করা একটি ট্রাকের পাশ ডালার সঙ্গে ইয়ামিন (১৮) নামে এক ট্রাক হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ নভেম্বর) ভোর থেকে দুপুরের মধ্যে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে রংপুরগামী ট্রাকটি (রংপুর-ট ১১-০৪৪৭) ভোর পাঁচটার দিকে কুষ্টিয়া বাইপাস ফিলিং স্টেশনে এসে পার্ক করে রাখা হয়।

বেলা ১২ টার দিকে অন্য এক গাড়ির চালক ওয়াশরুমে যাওয়ার সময় ট্রাকের পাশে ডলার সঙ্গে ঝুলে থাকা এক যুবকের দেহ দেখতে পান।পরে তিনি দ্রুত বিষয়টি ফিলিং স্টেশনের কর্মচারী সুজনকে জানান। পরে পাম্প ম্যানেজার ঘটনাটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর পর মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবকের নাম ইয়ামিন (১৮), তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর রেলওয়ে কলোনি এলাকার ভুট্ট মিয়া ও সাথী বেগমের ছেলে।

ঘটনাস্থলে ট্রাকের পাশডালার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, “প্রেমিকার সঙ্গে ফোনে অভিমান করে ইয়ামিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।